মস্তিস্কে রক্তক্ষরণে ইউসুফের মৃত্যু, লাশ হস্তান্তর

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  মস্তিস্কে রক্তক্ষরণে জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা এ.কে.এম ইউসুফ আলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিউজ্জামান। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে কারাকর্তৃপক্ষ ময়না তদন্তের জন্য ইউসুফের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।

অধ্যাপক ডা. শফিউজ্জামান বলেন, মাওলানা ইউসুফ আলীর মস্তিস্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ভিসেরা পরীক্ষা শেষে ময়না তদন্তের প্রতিবেদন দেওয়া হবে।

গাজীপুরের কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ রোববার সন্ধ্যা ৬টার দিকে ইউসুফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। তার বড় ছেলে মাহবুব রহমান লাশ গ্রহণ করেন।

মর্গ থেকে মরদেহ ধানমন্ডির গোলাপ ভিলায় নেয়া হয়েছে। এই বাড়ি থেকেই তিনি গ্রেফতার হয়েছিলেন। বাগেরহাটের শরণখোলায় গ্রামের বাড়িতে ইউসুফকে দাফন করা হবে।

উল্লেখ্য, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিএসএমএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামায়াত নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ