ভরাড়ুবির বৃত্ত সম্পূর্ণ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুঃস্বপ্নের সফরে ভরাড়ুবির বৃত্তটা সম্পূর্ণ করে ফেলল  ইংল্যান্ড। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ধরাশায়ী হতে হল ইংল্যান্ডকে। টেস্টে (অ্যাসেজ) সিরিজের পর টি২০-তেও হোয়াইটওয়াশ হতে হল ইংল্যান্ডকে। এ সফরে ইংল্যান্ডের একমাত্র জয় পারথে চতুর্থ একদিনের ম্যাচে।

রোববার সিরিজের শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া জিতল ৮৪ রানে। সিডনিতে এ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গেল `সব ভাল যার, শেষ ভাল তার`এ প্রবাদটা মেনেই।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ১৯৫ রান। ইনিংসের শেষ ওভারে জর্জ বেইলি পেসার জেড ডেরনবাচের বলে ২৬ রান তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট ১১১ রানে।

বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে কোচ করতে মরিয়া ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। শোনা যাচ্ছে প্রাক্তন অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার ইংল্যান্ডের কোচ হতে চেয়েছেন।

এদিকে, টি টোয়েন্টিতে পুরষদের মত ইংল্যান্ডের মহিলারও সিরিজ হারলেন। ইংল্যান্ডের মহিলারা এ সিরিজে হারলেন ১-২ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ