রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর হাতিরঝিল ও পোস্তগোলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত একজন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, হাতির ঝিলে দুটি মোটরসাইকেলে চার যুবক পাশাপাশি দ্রুত গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল। প্রতিযোগিতা করতে গিয়ে তারা বেপরোয়া হয়ে ওঠে। এর মধ্যে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রমনা থানার ওফিসার ইনচার্জ মো. মশিউর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, নিহত যুবকের নাম বাধন রানা। তার সঙ্গে আহত যুবকের নাম হৃদয়। তার অবস্থাও আশঙ্কাজনক। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বেলা সাড়ে ১২টায় শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের ঢালে অটোরিকশা ও মোটরসাইলের সংঘর্ষে আল আমিন (৩৫) নিহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় সুমনা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ