গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডে নমিনেশন

goldenkelaawardবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বছরের শুরুতেই শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ডের বন্যা। অমুক অ্যাওয়ার্ড, তমুক অ্যাওয়ার্ডের মধ্যেই প্রকাশিত হল ষষ্ঠ বার্ষিক গোল্ডেন কেলা অ্যাওয়ার্ডের নমিনেশন। সেরা নয়, খারপতমকে বেছে নিয়ে পুরস্কৃত করা হবে এবার।

একশো কোটির ব্লকবাস্টার দিয়েও নমিনেশন থেকে রেহাই পাননি আমির। রেহাই পায়নি চেন্নাই এক্সপ্রেস।

নমিনেশন তালিকা-

খারপতম অভিনেতার নমিনেশন পেয়েছেন অজয় দেবগান (হিম্মতওয়ালা), আদিত্য রায় কাপূর (আশিকি টু), রনবীর সিং (গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা), ইমরান খান (গোরি তেরে পেয়ার মে) ও

অর্জুন কাপূর (অরঙ্গজেব)।

খারাপতম অভিনেত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন যারা- শ্রদ্ধা কাপূর (আশিকি টু), সোনম কাপূর (রঞ্ঝনা), সোনাক্ষি সিনহা (আর…রাজকুমার), পল্লবী সারদা (বেশরম) ও দীপিকা পাডুকোন (চেন্নাই এক্সপ্রেস)।

খারাপতম সহ অভিনেতা: আদিত্য রায় কাপূর (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), সচিন জোশি (যা যা করেছেন সব কিছুর জন্য), ইমরান খান (মতরু কি বিজলি কা মনডোলা), সঞ্জয় দত্ত (জঞ্জীর) ও এবিসিডি ছবির সব অভিনেতা।

খারপতম সহ অভিনেত্রী: দীপিকা, জ্যাকলিন, আমিশা (রেস টু), কঙ্গনা রওনাত (কৃষ থ্রি), অনুষ্কা শর্মা (মতরু কি বিজলি কা মনডোলা) বাণী কাপূর (শুদ্ধ দেশি রোম্যান্স) ও এবিসিডি ছবির সব অভিনেত্রী।

খারাপতম ছবি: হিম্মতওয়ালা, চেন্নাই এক্সপ্রেস, বেশরম, কৃষ থ্রি ও ধুম থ্রি।

খারপতম পরিচালক: সাজিদ খান (হিম্মতওয়ালা),

সঞ্জয় লীলা বানশালি (গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা),

রোহিত শেঠি (চেন্নাই এক্সপ্রেস),

প্রভু দেবা (আর…রাজকুমার) ও

রাকেশ রোশন (কৃষ থ্রি)।

সবথেকে বিরক্তিকর গান/সারাক্ষণ রেডিওতে বাজে: লুঙ্গি ডান্স (চেন্নাই এক্সপ্রেস), পার্টি অল নাইট (বস),

তুম হি হো (আশিকি টু), লাট লাগ গায়ি (রেস টু)ও

গান্দি বাত (আর…রাজকুমার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ