গুলশানে ১৮ দলের বৈঠক সমাপ্ত

khaleda zia meeting খালেদা জিয়া বৈঠকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষ হয়েছে।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে চেয়ারাপারসনের গুলশান কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের করণীয় বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেগম খালেদা জিয়া ছাড়াও উপস্থিত ছিলেনন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ  শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট  আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ডেমক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ