খালেদার গুলশান কার্যালয়ে অতিরিক্ত পুলিশ, গ্রেফতার আতঙ্ক

police পুলিশ নিরাপত্তাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে গ্রেফতার আতঙ্ক।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি পুলিশ মোতায়েন করা হয়।

গুলশান কার্যালয় থেকে এবিসি নিউজ বিডির প্রতিবেদক জানান, বিএনপি চেয়ারপরসনের গুলশান কার্যালয়ের সামনে এক প্লাটুন অতিরিক্ত মোতায়েন করার পরপরই সেখানে নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার লুৎফুল চৌধুরী, অতিরিক্ত উপ কমিশনার আয়েশা সিদ্দিকা ও গুলশানার ওসি রফিকুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, মিটিংয়ে রয়েছি পরে কথা বলবো।

কার্যালয়ের সামনে দায়িত্বরত গুলশান থানার এসআই সোহেল এবিসি নিউজ বিডিকে জানান, স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ দিন নিজ বাস ভবনে অবরুদ্ধ থাকার পর  গত শনিবার থেকে নিজ কার্যালয়ে যান খালেদা জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ