ফখরুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

fakhrul mirza mirja মির্জা ফখরুল ইসলাম আলমগীরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মতিঝিল থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক আজিজুল হক। রোববার বিচারক অভিযোগপত্রটি দেখিলাম মর্মে সত্যায়িত করেন।

ফখরুল ছাড়া আর যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন- গোলাম হোসেন, সাইফুল ইসলাম, সজিব, কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, আতিকুর, আলাউদ্দিন, রোকনুজ্জামান, সাইফুল্লাহ ও আহসান হাবিব।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা ২০১২ সালের ৯ ডিসেম্বর  মতিঝিল এলাকার ডিআইটি রোডে বিএনপি-জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর আক্রমণ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে আসামিরা।

এছাড়াও একাধিক মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলা ও তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলার বিচার চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ