তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন হাসিনা

hasina pressconferance শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।

এরপর শপথ নেন ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী।

শপথ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও। এছাড়া উপস্থিত ছিলেন দেশী-বিদেশী কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার বিকাল তিনটা ২৫মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসেন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেন। শপথ শেষে অতিথি ও নতুন মন্ত্রীদের জন্য চা চক্রের ব্যবস্থা করা হয় পাশের মাঠে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন রোববারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও এদিনই বণ্টন করবেন সরকার প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ