রাজশাহীতে আ’লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকায় ২৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের বাড়ির একটি ক্লাব ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ওই নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির। এসময় পুলিশ তাদের বাধা দিলে কাজলা এলাকায় অবস্থিত ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের বাড়িতে একটি ক্লাব ঘরে আগুন দেয় জামায়াত-শিবির। এ সময় তারা একটি মোটর সাইকেলে আগুন দেয় ও বাড়িতে ব্যাপক ভাঙচুর করে।

 

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (পূর্ব জোন) প্রলয় চিসিম শুক্রবার সকালে  জানান, ওই ঘটনা শোনার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ