অনন্ত জলিল স্ত্রীর গায়ে হাত তুললেন।

imaanges

হঠাৎ করে শুক্রবার রাত ১১ টার দিকে মোহাম্মদপুর থানায় এ সময়ের আলোচিত নায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে জিডি করতে আসেন স্ত্রী নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। অভিযোগ অনন্ত জলিল স্ত্রী বর্ষার গায়ে হাত তুলেছেন। নির্যাতিত বর্ষা মামলা করতে আসার কিছুক্ষণের মধ্যেই থানায় আসেন অনন্ত। বোঝাপড়ার মধ্য দিয়ে সমস্যা মিটমাট করে নিয়ে যান স্ত্রীকে। না কোনো সিনেমার অংশবিশেষ নয়। মাত্র কয়েকঘন্টা আগে ঘটে যাওয়া বাস্তবের ঘটনা এটি।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে বর্ষা আসেন থানায় জিডি করতে। থানায় আসার ঘন্টা দুয়েক আগে তার স্বামী তাকে প্রহার করেন। এছাড়া বিভিন্নসময় শারীরিক ও মানসিক নির্যাতন করেন তার স্বামী।জিডিতে এসব অভিযোগ-ই তুলে ধরেন। অনন্ত জিডি প্রত্যাহার করতে অনুরোধ করলেও রাজি হননি বর্ষা।থানায় দুজনের মিটমাটের মধ্য দিয়ে রাত ১২.৩০ এ থানা থেকে বের হন স্বামী-স্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ