সমঝোতা হলে তফসিল পেছাবে ইসি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে তফসিল পেছানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

রোববার জাতিংসঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক এ কথা জানান কাজী রকিব উদ্দিন আহমদ।

সকাল ১০টা ৫৫ মিনিটে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারানকো। বেলা ১২টা ২৭ মিনিট পর্যন্ত বৈঠক করে সিইসির কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।

তবে বাইরে অপেক্ষমান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তারানকোর কাছে বৈঠক সম্পর্কে জানার জন্য নানা প্রশ্ন করলে তিনি কোনো জবাব না দিয়ে মুচকি হেসে চলে যান। সিইসির পক্ষ থেকেও বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি।

তবে ইসির একটি সূত্র জানিয়েছে, সিইসি তারানকোকে বলেছেন- রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে তফসিল পেছানো হতে পারে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জাতিসংঘের ইলেক্ট্রোরাল অ্যাসিস্টেন্ট ডিভিশনের পরিচালক ক্রেগ, তারানকোর বিশেষ সহকারী গিয়ালকা রামপোলা, জাতিসংঘের সিনিয়র মেডিটেশন এক্সপার্ট মেরি জলি জাহার, পলিটিক্যাল অ্যাফেয়ারস অফিসার সোনজা বাচম্যান এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ