বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘ঘোষিত তফসিল অনুযায়ী বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই’ বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বরিশালের পায়রা নদীর ওপর লেবুখালি সেতু নির্মাণের পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

যোগাযোগ মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প পথ নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ফোন করে সংলাপে আসার যে আহ্বান জানিয়েছিলেন সেই দরজা এখনও বন্ধ হয়নি। এখনও সমঝোতা হতে পারে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সর্ম্পকে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আসা না আসা সম্পূর্ণই তার ব্যাপার। তার ক্ষতি হবে, নাকি হবে না এসব বিষয়ে তিনিই ভালো জানেন। নির্বাচন কমিশনই তার মনোনয়নপত্র বাতিল বা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটা তারাই ভালো বলতে পারবেন।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম.এ.এন সিদ্দীকি, সড়ক ও জনপথ অধিদপ্তরের আমিনুল ইসলামসহ যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ