লুমিয়া ৯২৯ এর ছবি ও তথ্য ফাঁস

Nokia Lumia 929 নোকিয়া লুমিয়া ৯২৯সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবারও ফাঁস হয়েছে মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার নতুন স্মার্টফোন লুমিয়া ৯২৯-এর ছবি। আদতে নোকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন লুমিয়া ১৫২০-এরই ছোট সংস্করণ লুমিয়া ৯২৯।

মোবাইল ফোন অপারেটর ভেরাইজনের প্যাকেজের অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্মার্টফোনটি বাজারে আনার কথা রয়েছে। মাইক্রোসফট এর কর্মকর্তার নিকট থেকে ফাঁস হয়েছে বলে জানা যায় লুমিয়া ৯২৯ সম্পর্কিত অনেক তথ্য। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে ৫ ইঞ্চির ১০৮০ পিক্সেল ডিসপ্লে এবং ২০ মেগাপিক্সেলের পিওরভিউ ক্যামেরা। ক্যামেরার জন্য আরও থাকবে জেইস লেন্স এবং ডুয়াল-এলইডি ফ্ল্যাশ।

লুমিয়া ৯২৯ এ উইন্ডোজ ফোন জিডিআর৩ আপডেট থাকবে বলে জানা যায়। স্মার্টফোনটির হার্ডওয়্যারের মধ্যে স্ন্যাপড্রাগন ৮০০ চিপসেট এবং ২.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর থাকবে। এছাড়াও এতে থাকবে এড্রিনো ৩৩০ গ্রাফিক্স কার্ড এবং ২ গিগাবাইট র‍্যাম। ফোনটিতে ৩২ গিগাবাইটের নন-এক্সপেন্ডেল ইন্টারনাল স্টোরেজ থাকবে, এলটিই, এনফিসি এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ