এনার্জি ড্রিংকসে ক্ষতিকর সিলডেনাফিল সাইট্রেট

en

ঢাকা : জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপদান এনার্জি ডিঙ্কসে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাজারে প্রচলিত কয়েকটি এনার্জি ড্রিঙ্কসে অতিরিক্ত পরিমাণে নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাজারে প্রচলিত কয়েকটি এনার্জি ড্রিঙ্কসের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, বিভিন্ন লেভেলযুক্ত ২৭০ মি.লির পেট বোতলের তরল পদার্থে  ‘সিলডেনাফিল সাইট্রেট’ রয়েছে। যা দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ।

এ কারণে এনার্জি ড্রিঙ্কগুলোর এলকোহল বা ক্যাফেইনের মাত্রা যাচাই এবং এসব দ্রব্যের নির্ধারিত মাত্রার অতিরিক্ত উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া লেবেলযুক্ত বোতলে ইন্টারন্যাশনাল বেভারেজের মানের চেয়ে বেশি মাত্রায় ক্যাফেইন পাওয়া গেছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ