অব্যাহত থাকবে গ্রেফতার অভিযান

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকার বেশ কয়েকজন বিএনপি নেতাকে আটক করেছে। হরতালে বোমা হামলা ও অগ্নিসংযোগ করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে যে, এরা প্রত্যেকেই বোমা হামলার পরিকল্পনা করছিল এবং ককটেল ও বোমা ক্রয়ে অর্থের জোগান দিয়েছেন। এটা সন্ত্রাসবাদ। মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দেয়ার খাতিরে সন্ত্রাসীদের হামলার আগেই থামাতে হবে। এটা তাই, যা আমরা করে দেখিয়েছি।

জয় বলেন, আপনারা ইতোমধ্যে তার ফলও দেখতে পারছেন। আজ হরতালের প্রথম দিনে রাজধানীতে আগের তুলনায় বোমা এবং অগ্নিসংযোগের ঘটনা অনেকটা কমে এসেছে। আমরা এই ধরনের হামলা সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত, যারা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের গ্রেফতার অব্যাহত থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগই আপনাকে গত পাঁচ বছর সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ