ন্যান্সির বাড়িতে পুলিশি তল্লাশি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কণ্ঠশিল্পী ন্যান্সির নেত্রকোনার বাড়িতে সন্ত্রাসী খুঁজতে গিয়েছিল পুলিশ। মঙ্গলবার রাতে নেত্রকোনা থানা পুলিশ ন্যান্সির সঙ্গে যোগাযোগ করে তার বাড়ি সার্চ করতে চায়। পুলিশ ন্যান্সির বিরুদ্ধে অভিযোগ আনে তিনি সন্ত্রাসী পোষেন। ফোন আলাপে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় ন্যান্সির। ন্যান্সির অভিযোগ, পুলিশ আপত্তিকর ভাষায় কথা বলেছে তার সঙ্গে । আলমগীর নামের এক এসআই তাকে ফোন করে অশোভন ভাষায় কথা বলেছেন অলেও অভিযোগ করেন ন্যান্সি।

প্রথমে পুলিশ ন্যান্সির ভাই সানিকে ফোন করে ন্যান্সির ঘর সার্চ করতে চাইলে সানি ন্যান্সিকে ফোন করে বিষয়টি জানান। পরে ন্যান্সির কাছে ফোন করে পুলিশ। এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোনা থানার একদল পুলিশ ন্যান্সির বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। ন্যান্সি বলেন, ‘মঙ্গলবার রাতে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবেই আমাদের নেত্রকোনার  বাড়িতে ২৫-৩০ জনের পুলিশের টিম হাজির হয় ।যদিও আমি থাকি ময়মনসিংহে আমার শ্বশুর বাড়িতে। সেখানে শুধু আমার ছোট ভাই সানি থাকে।’ ন্যান্সির ধারণা, তার রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আগে কখনো এমন কোনো অভিযোগ আনা হয়নি আমার বিরুদ্ধে। নিয়মিত গান গাইছি। চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সব কিছুই ঠিকমতো চলছিল। কিন্তু আমার রাজনৈতিক আদর্শগত অবস্থান প্রকাশ করায় আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।’ সম্প্রতি বিএনপিতে যোগদানের কথা ফেসবুকে প্রকাশ করেন ন্যান্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ