ঢাবিতে ছাত্রলীগের হামলায় ২ জন আহত

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মধুর ক্যান্টিনের সামনে এঘটনা ঘটে।

আহতরা হলেন গোপালগঞ্জের রিফাউল ইসলাম (১৮) এবং সিরাগঞ্জের আব্দুল মালেক (১৮)।

তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দু’জনই ছাত্র। রিফাউল পড়েন কামরাঙ্গীচরের আল-আমিন ইসলামিয়া মাদরাসায় এবং মালেক পড়েন শহীদ বেগম ফজিলাতুন্নেছা কলেজে। বৃহস্পতিবার হেলাল নামের তাদের পরিচিত এক ব্যক্তি  এসএমএস’র মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ডাকে। তারা ভুল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে গিয়ে ছাত্রলীগের কয়েকজন সদস্যের কাছে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিকানা জিজ্ঞাসা করলে ছাত্রলীগের সদস্যরা তাদের আসার কারণ জিজ্ঞাসা করে। তারা কারণ বললে তাদেরকে মারধর করা শুরু করে ছাত্রলীগের সদস্যরা। পড়ে তাদেরকে পুলিশ এসে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে ছাত্রলীগের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ