বিষাক্ত গ্যাসে খুলনায় ৪ শ্রমিকের মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি ঢাকা : পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় খুলনায় চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরেক শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মহানগরীর শেখপাড়ার কেডিএ এভিনিউ এলাকার একটি নির্মাণাধীন বাড়ির নিচে পানির ট্যাংকিতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সমীর আহমেদের নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন পাঁচ শ্রমিক। এ সময় প্রথমে একজন অসুস্থ হয়ে পড়েন। পর্যায়ক্রমে আরও চারজন অসুস্থ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কিওর হোম ক্লিনিকে নেয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েল চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক বদরুল আলম জানান, অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন শ্রমিকরা।
