হজ পালনকারী ব্যক্তিকে মঞ্চে তুলে দৃষ্টান্তমূলক বক্তব্য দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (২২ জানুয়ারি) : ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি দলের অপপ্রচার মোকাবিলায় হজব্রত পালনকারী ব্যক্তি এ টি এম হেলালকে মঞ্চে তুলে দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়পরায়ণের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
হজব্রত পালনকারী এ টি এম হেলালকে মঞ্চে তুলে তার মুখে মাইক্রোফোন দিয়ে তারেক রহমান প্রশ্ন করেন, পবিত্র কাবা শরিফের মালিক কে?’ লোকটি উত্তর দেন, ‘আল্লাহ’।
তখন সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ‘বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।’
বিগত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে। বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াব। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। ১২ তারিখ ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারব।
সড়ক পথের ব্ড়িম্বনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০০৫ সালে সুনামগঞ্জে আসতে আমার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। অথচ আজ ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। অনেক ক্ষেত্রে লন্ডনে যেতে প্লেনে এর চেয়েও কম সময় লাগে। এটাই উন্নয়নের বাস্তব চিত্র। উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। অথচ মানুষের জীবনমান, যোগাযোগব্যবস্থা কিংবা নিরাপত্তার কোনো মৌলিক উন্নয়ন হয়নি। সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
মনোয়ারুল হক/
