গণতন্ত্রের যাত্রা শুরু করতে ধানের শীষকে জয়যুক্ত করুন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (২২ জানুয়ারি) : স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু করতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো গুম করেছে। গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত প্রথম নির্বাচনি সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণা শুরুর এই সমাবেশটি হয় সিলেট ও সুনামগঞ্জ জেলাকে নিয়ে। এরপর সড়ক পথে তিনি ঢাকা রওনা করার পথে আরও তিনটি সমাবেশে যোগ দেবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে। একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিলেট আলেম–ওলামা ও আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই ভূমি থেকেই বারবার অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে। একটি বিভ্রান্তিকর ও অনির্বাচিত ব্যবস্থা চাপিয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করা হয়নি। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা গড়ে ওঠেছে। স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব।
নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে মহাসচিব আরও বলেন, বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জনগণের শক্তিতেই এই সংকটের উত্তরণ সম্ভব।
সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের মধ্যে বিএনপি মনোনীত ১০ জন সংসদ সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।
পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে বিএনপি চেয়ারম্যান বুধবার রাতে সিলেট পৌঁছেন। রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মধ্যরাতে তিনি তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার সিলাম ইউপির বিরামপুরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনায় প্রথম বক্তব্য দেন।
আজ সকালে অরাজনৈতিক শিক্ষার্থীদের একটি মতবিনিময় শেষে নির্বাচনি সমাবেশে প্রথম বক্তব্য দেন।
মনোয়ারুল হক/
