বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৮ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছান তিনি।

কার্যালয়ে প্রথমবার পৌঁছানোর পর তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবির রিজভী প্রমুখ।

স্বদেশ প্রত্যাবর্তনের পর তারেক রহমানের প্রথমবার অফিসে আসার নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমান গুলশান অফিসে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। নির্বাচন সংক্রান্ত যেসকল বিষয় আছে, সেই বিষয়ে আলাপ হয়েছে। সাংগঠনিক, দেশের গণতন্ত্র ও নির্বাচন কমিশনকে কীভাবে সহযোগিতা করা যায়, এইসব বিষয়েও আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ হয়েছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা উজ্জীবিত। তাকে এই অফিসে পাওয়ার অনুভূতি ভিন্ন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ