বাগেরহাটের পথে লংমার্চ

longmarch লং মার্চ বাগেরহাটরিপোর্টার, এবিসি নিউজ বিডি, খুলনাঃ সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-বিদ্যুৎ  ও বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ খুলনার সমাবেশ শেষে বাগেরহাটের পথে।

শনিবার সকাল ১০টায় সমাবেশ শেষে সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যেই লংমার্চটি নগরীর হাদিস পার্ক থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দেয়।

তেল-গ্যাস-বিদ্যুৎ  ও  বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা আহ্বায়ক ফকরুল হাসান জুয়েল এবিসি নিউজ বিডিকে জানিয়েছেন, লংমার্চকে কেন্দ্র করে তাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় বাগেরহাটের বাস স্ট্যান্ড এলাকা থেকে লংমার্চকে স্বাগত জানিয়ে সমাবেশ স্থল পুরাতন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে জনসভা এবং দুপুরের খাবার শেষে সুন্দরবনের পাদদেশে মংলার দীঘরাজে সমাপনি জনসভার উদ্দেশে রওনা করবে লংমার্চটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ