ইরানি প্রেসিডেন্টকে ওবামার ফোন

Obama barak ওবামা Ruhani রুহানিআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরল এক ঘটনা সৃষ্টি করে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিকে টেলিফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত তিন দশক ধরে বিরাজমান সম্পর্কের জটিলতার মধ্যেই শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ইরানে গত শতকের ৭০ দশকের শেষ দিকে ইসলামী বিপ্লবে ওয়াশিংটনের সমর্থক হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ রেজা ক্ষমতাচ্যুত হওয়ার পর তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাসে জিম্মি সঙ্কটের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এরপর সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শিয়া প্রধান মুসলিম দেশটির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরো নাজুক হয়ে পড়ে।

এর মধ্যেই সিরিয়া সঙ্কট সৃষ্টি হওয়ার পর ইরানি প্রেসিডেন্টকে ওবামা টেলিফোন করলেন, যা পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে তিক্ত সম্পর্ক অবসানের ক্ষেত্রে ওয়াশিংটনের আন্তরিকতার প্রকাশ ঘটাল বলে মনে করা হচ্ছে।

দুপুরের পর রুহানিকে টেলিফোন করেন ওবামা এবং তারা ১৫ মিনিট কথা বলেন।

ইরানের পরমাণু সঙ্কট নিয়ে ওবামা বলে আসছিলেন, পরমাণু বোমা তৈরি থেকে তেহরানকে বিরত রাখতে সম্ভাব্য সব কিছুই করবেন তিনি এবং তা আলোচনা থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত হতে পারে।

ওবামার সঙ্গে আলোচনার বিষয়ে রুহানি টুইটারে লিখেছেন- কথপোকথনের ইতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভ কামনা করেছেন এবং মুসলিম বাবার সন্তান ওবামা বলেছেন- ‘ধন্যবাদ, খোদা হাফেজ’।

হোয়াইট হাউসে ওবামা সাংবাদিকদের বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জটিলতার দ্রুত অবসান ঘটানোর ওপর আলোচনায় জোর দেয়া হয়েছে।

দুই নেতার এই কথোপকথনের বিষয়ে আটলান্টিক সেন্টারের সাউথ এশিয়া সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ইয়াসমিন আলিম বলেন, “টেলিফোন সংলাপ- এটি একটি মাইলফলক।”

“শান্তিপূর্ণে উপায়ে পরমাণু সঙ্কট নিরসনে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ