তারেক রহমান গুলশানের বাসা থেকে বাদজুমা যাবেন জিয়ার মাজার ও স্মৃতি সৌধে
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম গুলশানের বাসায় রাত কাটালেন তারেক রহমান।
তারেক রহমান আজ শুক্রবার গুলশানের আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করে যাবেন জিয়ার মাজারে। পরে যাবেন সাভারের স্মৃতি সৌধে। সেখানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী ‘স্বাগতম তারেক রহমান’ স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
তারেক রহমান গুলশানের আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করে যাবেন জিয়ার মাজারে। পরে যাবেন সাভারের স্মৃতি সৌধে। সেখানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে গুলশানের বাসার উদ্দেশ্যে তিনি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন।
মনোয়ারুল হক/
