অভ্যর্থনাস্থলে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ ডিসেম্বর) : রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অভ্যর্থনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে হাজার হাজার নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও অভিবাদনের মধ্য দিয়ে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমানের বহনকারী বিশেষ বাসটি বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের দিকে ছেড়ে যায়।

এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী গাড়িটিকে নিরপত্তা দিয়ে বের করে আনে। বাসের ভিতর থেকে তারেক রহমানকে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাতে দেখা যায়।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেটে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকার অবতরণ করেন।

তার আগে গতকাল বুববার রাতে সকল জল্পনাকল্পনার ইতি টেনে দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে উদ্দেশ্য রওনা দিতে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেন তিনি।

এদিকে তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নেওয়ার পর তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিটের অবস্থান করবেন। সেখানে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশল বিনিময় শেষে এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে উদ্দেশ্য রওনা করবেন। এ সময় রাস্তার দুপাশে লাখ নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। এভারকেয়ারে যাওয়ার পথে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট) সড়কে তিনি সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।

এরপর তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা (বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া) দেখতে। সেখান মায়ের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেবেন। সেখানে মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসার উদ্দেশে রওয়ানা হবেন তারেক রহমান। গুলশানে মায়ের বাসা ফিরোজা নাকি ১৯৬ নম্বর নিজের বাড়িতে উঠবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ