বিপিএল: মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস, দায়িত্ব নিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ ডিসেম্বর) : মাঠের লড়াই শুরুর মাত্র একদিন বাকি। আগামীকাল ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। ঠিক তার আগেই বড়সড় ধাক্কা খেল টুর্নামেন্টটি। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে শেষ মুহূর্তে এসে দলের মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজি। উদ্ভূত পরিস্থিতিতে দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (বৃহস্পতিবার) সকালে অনেকটা আকস্মিকভাবেই বিসিবির কাছে নিজেদের অপারগতার কথা জানায় চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ। তারা পরিষ্কার জানিয়ে দেয়, দল পরিচালনা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এরপরই জরুরি সিদ্ধান্তে দলটির মালিকানা গ্রহণ করে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবির অধীনে যাওয়ার পরপরই দল গোছানোর কাজে হাত দিয়েছে বোর্ড। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার রেকর্ডটি তাদেরই। ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি। এরপর থেকেই সব কিছু নিয়ে কিছুটা অগোছালো দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ