পবিত্র কুরআন অবমাননার অভিযোগে নড়াইলে আটক ১

নিজস্ব প্রতিবেদক (নড়াইল), এবিসিনিউজবিডি, (২৫ ডিসেম্বর) : নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ আল কুরআন-এ লাথি মেরে ও প্রস্রাব করার অভিযোগে হামীম মোল্যা (১৮) নামে একজনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।

আটক হামীম চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত যুবক হামীম মোল্লা পবিত্র কুরআন শরিফে লাথি মারে এবং এর উপর প্রস্রাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার সকালে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামীম মোল্লা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেয়। এ ঘটনা জানার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রহিম জানান, পবিত্র কুরআন শরিফে লাথি ও প্রস্রাব করার অভিযোগে খাশিয়াশ ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে নড়াগাতি থানায় মামলার প্রস্তুতি চলছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ