তারেক রহমানের ফেরা উপলক্ষে বাড়তি নিরাপত্তা সিলেট বিমানবন্দরে
নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসিনিউজবিডি, (২৫ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বিমানবন্দর প্রশাসন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে গাড়ি তল্লাশি করছে এবিপিএন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরছেন। বিমানটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এবং পরে ঢাকায় রওনা দেবে।
তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্কতার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়ন্ত্রণে রাখা হচ্ছে যান চলাচল।
দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান সিলেট বিমানবন্দরে নামবেন না। সে কারণে দলীয় নেতা-কর্মীদেরও বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দিয়েছে বিএনপি।
মনোয়ারুল হক/
