হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ ডিসেম্বর) : দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে ৮টা ০৫ মিনিটে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন তারেক রহমান।

জানা যায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত এই ফ্লাইটে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন।

তার সঙ্গে বিমানবন্দরে উপস্থিত আছে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ