মনোনয়ন না দিলে স্বতন্ত্র নির্বাচন করার কথা দলকে আগেই জানিয়েছিলাম: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগেই বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ। আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক। তাদের শ্রমে-কষ্টে আমি আজকে এতদূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত (স্বতন্ত্র প্রার্থী) নেয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবকশূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের, আমার একক সিদ্ধান্ত নয়।

তিনি বলেন, আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেওয়া না হয়; আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটি লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত- এরকম নয়। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে যেমন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব।

বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন, এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাহলে আমি সেই পথে (পদত্যাগ) যাব। তবে নির্বাচন আমি করব।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ