তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ঢাকার পথে শ্রীপুর বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিহাসের সাক্ষী হতে বুধবার সন্ধ্যা থেকে ঢাকার ৩০০ ফিট এলাকায় যাত্রা শুরু করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তারেক রহমানের আগমনস্থলে উপস্থিত থাকার লক্ষ্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন এবং সদ্য বিদায়ী শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল সভাপতি খন্দকার আশরাফুল ইসলাম নালিমের নেতৃত্বে এই যাত্রা শুরু হয়।
দলীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ২৫ ডিসেম্বরকে সামনে রেখে ধারাবাহিকভাবে মিছিল ও সভা-সমাবেশ চালিয়ে আসছে। বুধবার সন্ধ্যা থেকে শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
যাত্রাপথে নেতাকর্মীরা জানান, প্রিয় নেতাকে এক ঝলক দেখাই তাদের প্রধান আকাঙ্ক্ষা। যদি কাছ থেকে দেখা সম্ভব না হয়, অন্তত তার কণ্ঠে কিছু কথা শোনার সুযোগ পেলেই তারা তৃপ্ত থাকবেন। তাদের ভাষায়, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশে আগমনের এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে চান তারা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান খলিল, সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক মিলন, শ্রীপুর উপজেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার সাহেব আলী, শ্রীপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নেতা কামাল হোসেন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত প্রচার সম্পাদক শেখ আবু সাঈদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
মনোয়ারুল হক/
