চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ ডিসেম্বর) : বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এক মহান নায়ক ইলিয়াস কাঞ্চন। যিনি সেলুলয়েডের নায়ক এবং রাজপথের নায়ক হিসেবে পরিচিত। আজ ২৪ ডিসেম্বর তার জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনে এবার অনুরাগীদের মনে আনন্দ নেই, বরং উদ্বেগ আর উৎকণ্ঠাই বেশি। কারণ, দীর্ঘদিন ধরেই অসুস্থ এই কিংবদন্তি নায়ক।
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রায় সাত মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার আশায় গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। সেলুলয়েডের রোমান্টিক নায়ক হিসেবে তার যাত্রা শুরু হলেও, পরবর্তীতে তিনি একাধিক ধারার চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটি এখনও বাংলা চলচ্চিত্রের অন্যতম কালজয়ী কাজ হিসেবে স্মরণীয় হয়ে আছে। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে সাড়ে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।
চলচ্চিত্রের বাইরে, ইলিয়াস কাঞ্চন সমাজসেবায়ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন দেশজুড়ে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে। তার স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর এই আন্দোলনটি প্রতিষ্ঠা করেন তিনি।
মনোয়ারুল হক/
