ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ ডিসেম্বর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রার্থী ও ভোটারের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য গণতান্ত্রিক রূপান্তর অন্তত গুরুত্বপূর্ণ।’

এদিকে ঢাকা-১০ আসনে বিএনপি থেকে দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং জামায়াত থেকে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার মনোনয়ন পেয়েছেন। তবে এখনো এই আসনে প্রার্থী দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর আগে, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ