লিবিয় সাগরে উদ্ধার ৫৪০ অভিবাসীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ ডিসেম্বর) : গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোস দ্বীপ থেকে প্রায় ১৬ নটিক্যাল (২৯.৬ কিমি) দূরে লিবিয় সাগরে শুত্রবার (১৯ ডিসেম্বর) একটি মাছধরা নৌকা থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫৪০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড।
স্থানীয় কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার হওয়া ৫৪০ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছেন। উদ্ধারকৃতদের ৪৩৭ জনই বাংলাদেশের নাগরিক।
এদিন রয়টার্স জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের টহল জাহাজ প্রথমে নৌকাটি দেখতে পায়। এরপর কোস্ট গার্ডের তিনটি জাহাজ, ফ্রন্টেক্সের তিনটি জাহাজ ও তিনটি বাণিজ্যিক জাহাজের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উদ্ধার হওয়া ৫৪০ জন অভিবাসীর সবাই বর্তমানে সুস্থ আছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী ক্রিট দ্বীপের আগিয়া গালিনি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া, বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তানি এবং ভারতীয় নাগরিকও রয়েছেন উদ্ধার হওয়াদের মধ্যে। পরে তাদের ক্রিট আইল্যান্ডে নেয়া হয়। গ্রিস কর্তৃপক্ষের দাবি, উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। বর্তমানে তাদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) একই অঞ্চলে দু’টি নৌকা থেকে ৫ নারীসহ ৬৫ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে গ্রিস প্রশাসন।
মনোয়ারুল হক/
