খালেদা জিয়ার গাড়ির বহরে হামলার আসামিকে বিএনপির মনোনয়ন দেয়ায় ক্ষোভ কিশোরগঞ্জে
বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ থেকে ফিরে), এবিসিনিউজবিডি, ঢাকা (২২ ডিসেম্বর) : নারায়নগঞ্জে খালেদা জিয়ার গাড়ীর বহরে হামলা মামলার আসামি বাউন্ডারি ইকবালকে কিশোরগঞ্জ -৫ আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়ায় পুরো জেলা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সোমবার সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা জানা যায়। স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের শামীম ওসমান ও মুজিবুর রহমান ওরফে বাউন্ডারি ইকবাল বেগম খালেদা জিয়ার গাড়ীর বহরে হামলার নেতৃত্ব দেন। সেই বাউন্ডারি ইশবালকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে! এটা স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা মেনে নেবেন না বলেও জানান।
কিশোরগঞ্জের বাজিতপুরে সরেজমিন গিয়ে জেলার ৫ আসনের মনোনয়ন নিয়ে চলা অসন্তোষ ও উত্তাপ দেখা যায়। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাউন্ডারি ইকবালের মনোনয়ন প্রত্যাহার করা না হলে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা।
রফিকুল আলম নামে নিকলির একজন শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, ‘তারা কোন অবস্থাতেই তাদের এখানে বিএনপির প্রার্থী হিসেবে বাউন্ডারি ইকবালকে মেনে নেবেন না। কারণ হিসেবে জানান, আওয়ামী লীগ সরকার আমলে নারায়নগঞ্জের শামীম ওসমানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন আবার বিএনপির এমপি হয়ে ‘ক্রিম’ খাবেন, তা হবে না।’
এ দিকে নারায়নগঞ্জে খালেদা জিয়ার গাড়ীর বহরে হামলা মামলার আসামি বাউন্ডারি ইকবালকে কিশোরগঞ্জ -৫ আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া নিয়ে বিএনপি কেন্দ্রীয় নেতাদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, কিশোরগঞ্জ -৫ আসনের মনোনয়নের বিষয়টি নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি।
মনোয়ারুল হক/
