মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহে চাপে বিএনপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২২ ডিসেম্বর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ (শ্রীপুর ও মাগুরা সদর) আসনের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে। এই আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় নির্বাচনী সমীকরণ নতুনভাবে আলোচনায় এসেছে।
মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কাজী কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা যুবদল নেতা ফরিদ খান। একই সময়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাজী কামালের নির্বাচনী মাঠে সক্রিয় হওয়া বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও তিনি মূলত মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, তবে পুরো জেলাজুড়েই তার রয়েছে শক্তিশালী রাজনৈতিক প্রভাব ও বিস্তৃত সমর্থকগোষ্ঠী।
বিশেষজ্ঞরা মনে করছেন, কাজী কামাল নির্বাচনে থাকলে বিএনপির ভোটব্যাংকে বিভাজনের আশঙ্কা রয়েছে। তৃণমূল পর্যায়ে তার অনুসারীদের উপস্থিতি দলীয় ঐক্য রক্ষাকে জটিল করে তুলতে পারে। পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা নির্বাচনী মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে মনোয়ার হোসেন খানের সমর্থকদের বক্তব্য, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় দলের একজন প্রবীণ নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়া দলীয় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে, কাজী কামালের অনুসারীরা দাবি করছেন, তৃণমূলের আহ্বান এবং জনগণের সেবা করার প্রত্যয় থেকেই তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—দলীয় হাই কমান্ডের হস্তক্ষেপে কোনো সমঝোতা হবে কি না, নাকি কাজী কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনী মাঠে থাকবেন। তিনি অনড় থাকলে মাগুরা-১ আসনে ত্রিমুখী বা চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোয়ারুল হক/
