সিঙ্গাপুরে হাদির চিকিৎসা শুরু
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ ডিসেম্বর) : ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিশেষ নিরাপত্তা দিয়ে হাদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের ওই হাসপাতালে।
হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে গতকাল জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।
গুলিবিদ্ধ হাদিকে বহন করার জন্য গতকাল বেলা ১১টা ২২ মিনিটে অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে বলে জানা যায়। হাদির সঙ্গে তার ছোট ভাই এবং ভাইয়ের একজন বন্ধু গেছেন।
গতকাল দুপুরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউসংবলিত অ্যাম্বুলেন্সযোগে ঢাকার বিমানবন্দরে নেওয়া হয়। এ সময় এভারকেয়ার থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে যাতে কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা, নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা করা হয়। দুপুর ১টায় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের হ্যাঙ্গার গেট (৮ নম্বর গেটে) দিয়ে প্রবেশকালে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থা দেখা যায়। পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, র্যাব, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিমানবন্দরের নিরাপত্তাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানকার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষমাণ ছিল, সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ডা. সাইদুর রহমান খসরু। হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়াল দেওয়ার পর বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, হাদির শারীরিক অবস্থা ‘এয়ারলিফ্ট’ করার জন্য সন্তোষজনক হওয়ার পরই সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টার দিকে এসেছিল। চার ঘণ্টার ফ্লাইটের জন্য তার অবস্থা স্থিতিশীল হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ‘শিফট’ করানো হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার উভয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে— হাদি চার ঘণ্টা ফ্লাই করার জন্য উপযোগী।
তিনি বলেন, হাদির মস্তিষ্ক গুলিবিদ্ধ হলেও আল্লাহর রহমতে কিডনি, হার্টসহ অন্য ‘অর্গানগুলো’ এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য রয়েছে। বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
এর আগে রবিবার ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ড সড়কে গুলিবিদ্ধ হন হাদি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির নেতা। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে হাদি দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বেশ পরিচিতি পান।
মনোয়ারুল হক/
