আমি কাজ খুঁজি না, কাজ আমাকে খুঁজে নিক: মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৩ ডিসেম্বর) : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ দীর্ঘদিন পর ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজ শুরু করেছেন। একটি নির্মম সত্য ঘটনা নিয়ে এ সিনেমা। সেখানে নারী নির্যাতন, ন্যায়বিচারের লড়াই এবং বিচারব্যবস্থার জটিল বাস্তবতা উঠে আসবে।

সম্প্রতি একটি ইভেন্টে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মৌসুমী হামিদ জানিয়েছেন, গল্প শুনেই তিনি কাজটি করতে রাজি হয়ে যান। একজন প্রত্যক্ষদর্শীর চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি ঘটনাস্থলের নির্মমতা খুব কাছ থেকে দেখেছেন বলে জানান।

ট্রাইব্যুনাল’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। এ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। ইতোমধ্যে সিনেমার ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। এ বিষয়ে নির্মাতা বলেন, নারী নির্যাতন ও ন্যায়বিচারের লড়াই এ সিনেমার গল্প। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ সিনেমা অভিনয় করেছেন মৌসুমী হামিদ।

এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি অনেক মজার ছিল। রায়হান ভাইয়ের সঙ্গে এ সিনেমার আর্টিস্টদের মধ্যে আমিই সবচেয়ে বেশি কাজ করেছি। মাঝে কিছু দিন যোগাযোগের বাইরে থাকলেও আমাদের কমিউনিকেশনে কোনো গ্যাপ ছিল না।

তিনি বলেন, অনেক দিন রায়হান ভাইয়ের সঙ্গে কাজেও ছিলাম না। তাই আমারও অন্যরকম লাগছিল। কিন্তু আমি অত কাজ খুঁজি না; কম খুঁজি। আমি চাই, কাজ আমাকে খুঁজে নিক। ভালো গল্প, ভালো চরিত্র— এসবই আমাকে আকর্ষণ করে। ‘ট্রাইব্যুনাল’ সিনেমা তেমনই একটি কাজ।

অভিনেত্রী বলেন, নির্মাতা তাকে খুব সংক্ষেপে গল্পের কথা বলেছিলেন। যেহেতু রায়হান ভাইয়ের সঙ্গে তার কাজের পূর্ব অভিজ্ঞতা ভালো, তাই তিনি গল্প শুনেই বিশ্বাস করে কাজটিতে রাজি হয়ে যান।

তবে অতীতে পরিচালকের ওপর বিশ্বাস রেখে কাজ করতে গিয়ে তাকে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতারও মুখোমুখি হতে হয়েছে বলে জানান মৌসুমী হামিদ। তিনি বলেন, আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আমি হয়তো গল্প শুনে গেছি বিশ্বাস করে। ওরকম বিশ্বস্ত কেউ একজন ডিরেক্টর আমাকে হয়তো গল্প বলেছে একটা, কিন্তু আমি যখন সেটে গেছি, দেখি যে আসলে আমার ক্যারেক্টারের যে গুরুত্ব, আমাকে যে ইম্পর্টেন্স উনি বলেছেন— সেটে গিয়ে দেখেছি যে আসলে এই ক্যারেক্টারটার অত ইম্পর্টেন্স নেই।

অভিনেত্রী বলেন, তাই তিনি সরাসরি নির্মাতাকে বলেছেন শুধু মুখে মুখে আশ্বাস চলবে না। তিনি কাজ করার আগে পুরো স্ক্রিপ্ট দেখতে চান। তিনি বলেন, আমি রায়হান ভাইকে গিয়ে বলেছি— ‘খাতায় আছে মাথায় আছে/মাথায় আছে খাতায় নাই’ এসব চলবে না। আপনি আমাকে ফুল স্ক্রিপ্ট দেন।

মৌসুমী হামিদ বলেন, এরপর রায়হান ভাই তাকে ফুল স্ক্রিপ্ট দেন। স্ক্রিপ্ট পড়ার পর আমি তাকে বললাম— আমি যতটুকু ‘মনোয়ারা’কে ওখানে পেয়েছি, আমার মনে হয়েছে আমি আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। সো আই সেইড ইয়েস।

উল্লেখ্য, মৌসুমী হামিদ ছাড়াও ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সাবেরী আলম, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমা প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ