জুনিয়র হকি বিশ্বকাপ: স্পেনকে হারিয়ে জার্মানির অষ্টম শিরোপা

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ ডিসেম্বর) : জুনিয়র হকি বিশ্বকাপের মঞ্চে আরও একবার জার্মান যুবাদের উৎসব। ইউরোপের জায়ান্ট দলটি এই প্রতিযোগিতার ট্রফিটাকে নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে বলা চলে। ভারতের তামিলনাড়ুতে দলটির অষ্টম শিরোপার মধ্য দিয়ে পর্দা নেমেছে ১৪তম জুনিয়র হকি বিশ্বকাপের।

বুধবার (১০ ডিসেম্বর) চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুটআউটে স্পেন অনূর্ধ্ব-২১ দলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জার্মানি অনূর্ধ্ব-২১ দল।

দুদলের নির্ধারিত সময়ের লড়াই ১-১ সমতায় শেষ হয়েছিল। জার্মানদের পক্ষে গোল করেন জাস্টাস ওয়ারওয়েগ, স্পেনের পক্ষে নিকোলাস মুস্তারোস।
শ্যুট আউটে জার্মানরা প্রথম দুই শটে গোলে করতে ব্যর্থ হলেও পরের তিনটিতে লক্ষ্য ভেদ করে। স্পেন তিনিটিতে লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়।
স্পেন এবারই প্রথম এই প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে। খুব কাছে গিয়েও স্বপ্ন ভঙ্গ হলো তাদের। তবে প্রথমবার রানার্সআপ হওয়ার তুষ্টি তাদের মধ্যে থাকতেই পারে।

অন্যদিকে একই দিন তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে স্বাগতিক ভারত। ঘরের মাঠের আসরে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফিটা নিজেদের করতে নিতে চেয়েছিল দলটি। কিন্তু সেমিফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে হেরে তাদের সেই স্বপ্ন বিলিন হয়ে যায়।

এরপর অন্তত ব্রোঞ্জ জয়ের লক্ষ্য ঠিক করে স্বাগতিকরা। প্রতিপক্ষ আর্জেন্টিনাও ছিল ভারতের মতোই প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন। ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল আগেই। হয়েছেও তাই। যেখানে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে আধিপত্য করছিল লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা।

তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে ভারত লিখেছে ঘুরে দাঁড়ানোর অসাধারণ এক গল্প। শেষ পনের মিনিটে চার-চারটি গোল আদায় করে ৪-২ গোলের জয় তুলে নেয় দলটি। সুবাদে এবারের জুনিয়র বিশ্বকাপের ব্রোঞ্জ পদকটা গিয়েছে স্বাগতিকদের ঘরে।

ম্যাচর তৃতীয় মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস রদ্রিগেজ। ৪৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুন করেন সান্তিয়াগো ফার্নান্দেজ। ০-২ তে পিছিয়ে পড়লেও শেষ কোয়ার্টারে জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায় ভারতীয় যুবারা। পেনাল্টি কর্নার থেকে ৪৯ মিনিটে অঙ্কিত পাল ও ৫২ মিনিটে মানমীত সিং গোল করলে স্কোরলাইন হয় ২-২।

এরপর শেষের বাজি জয় করে ভারত। শ্রদ্ধানন্দ তিওয়ারি ৫৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-২ করেন। পরের মিনিটেই আনমোল এক্কা পেনাল্টি কর্নার থেকে করেন ৪-২। রাধাকৃষ্ণান স্টেডিয়মের গ্যালারি তখন আনন্দে মশগুল। পরে তো ম্যাচের শেষ বাঁশি বাজতেই ব্রোঞ্জ জয়ের উল্লাসে মাতে ভারতীয় খেলোয়াড়রাও।

যুব হকি বিশ্বকাপের ২০০১ ও ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ভারত সবশেষ দুই আসরেই চতুর্থ হয়। এবার সেই ‘চারের গেরো’ কাটাল তারা। আর ভারতের আয়োজিত আসরে শিরোপা ধরে রাখার আশাপাশি রেকর্ড অষ্টম শিরোপা জিতে নিজেদের ধরা ছোঁয়াই বাইরেই নিয়ে গেল জার্মানি।

এদিকে সর্বাধিক ১৮ গোল করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ