জয়ার রহস্যময় বার্তা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ ডিসেম্বর) : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনার কেন্দ্রে। বুধবার রাত ৯টা ১৪ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছয়টি নতুন ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘ডোন্ট বি অ্যান অ্যাপল’। পোস্ট করার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার এই নতুন লুক।

নতুন ছবিগুলোতে জয়াকে দেখা যায় সানগ্লাস পরে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। ঠোঁটে তার সেই পরিচিত বাঁকা হাসি, যেন কোনো বার্তার ইঙ্গিত দিচ্ছে তিনি। ছবির সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের জনপ্রিয় গান‘পিরিতের পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইসে গায়…’। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

ছবিতে তিনি লাল ব্লাউজ, ডেনিম, কপালে লাল টিপ এবং খোপায় লাল-সাদা ফুলে সজ্জিত। তার এই সাজ এবং অভিব্যক্তি দেখে অনেকে ধরে নিচ্ছেন, সামনে হয়তো কোনো নতুন ঘোষণা আসছে। কারণ, জয়া সাধারণত কোনো প্রকল্পের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমী ইঙ্গিত দিয়ে থাকেন।

চলতি বছর জয়ার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। ঢাকায় ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘ফেরেশতে’এসব ছবিতে তাকে দেখা গেছে। অন্যদিকে কলকাতার ‘ডিয়ার মা’ সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে আটটি নবজাতক কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন জয়া। তার আহ্বানে সামিল হন ঢাকার আরও বহু তারকা। সামাজিক ইস্যুতেও নিয়মিত সোচ্চার তিনি।

ভক্তদের অপেক্ষা এই রহস্যময় পোস্ট কি নতুন কোনো সিনেমার ইঙ্গিত? জানা গেছে, খুব শিগগিরই নিজের নতুন কাজের ঘোষণা দেবেন অভিনেত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ