পাশাপাশি কবরে শায়িত মা-মেয়ে
নিজস্ব প্রতিবেদক (নাটোর), এবিসিনিউজবিডি, (১০ ডিসেম্বর) : রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর শহরের বড়গাছা এলাকায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
এ সময় কান্নায় ভেঙে পড়া স্বজনরা বার বার জানতে চেয়েছেন কী কারণে এমন নিষ্ঠুর হত্যার শিকার হতে হলো মা-মেয়েকে। তারা হত্যার রহস্য উন্মোচনের পাশাপাশি হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লায়লা আফরোজ গৃহিণী ও নাফিসা ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি নাটোর শহরের বড়গাছা এলাকায়। ১০-১২ বছর ধরে তারা মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন। পুলিশের ধারণা, গৃহকর্মীর হাতে খুন হয়েছেন মা-মেয়ে।
বড়গাছা এলাকার সাবেক কাউন্সিলর ও আজিজুল ইসলাম পলাশের প্রতিবেশী এনামুর রহমান চিনু বলেন, ‘ওই গৃহকর্মী একা দুটি মানুষকে হত্যা করল, বিষয়টি মেনে নেওয়া কঠিন। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।’
প্রতিবেশী মামুন শিকদার বলেন, ‘নিহতদের পুরো পরিবারকে আমরা ভালোভাবে চিনি। তাদের পরিবারের কেউ কাউকে কষ্ট দিয়ে কোনো দিন কথা বলেছে, এমনটি শুনিনি।’
নিহতের স্বজনদের দাবি, ওই বাড়ির সব ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হোক। কী কারণে মা-মেয়েকে হত্যা করা হলো সেটি তদন্ত করে দ্রুত বের করতে হবে।
মনোয়ারুল হক/
