শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ ডিসেম্বর) : চিত্রনায়ক আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মালিক’–এর শুটিং। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে অগ্নিদগ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। শুটিং ইউনিট সূত্রে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রিত অগ্নিকাণ্ডের দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে সীমিত শিখা ছোঁয়ার কথা ছিল। কিন্তু ক্যামেরা শুরু হতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তার পায়ে লাগে।
ঘটনার পর শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও শুভর পা পুড়ে যায়। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও, শুভ তা নাকচ করে প্রাথমিক চিকিৎসা নিয়েই দিনের শুটিং শেষ করেন।
শুটিং ইউনিট গণমাধ্যমকে জানায়, দগ্ধ হওয়া সত্ত্বেও শুভ নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে প্রস্তুতি চলছে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘মালিক’-এ শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
মনোয়ারুল হক/
