নভেম্বরে রপ্তানি কমেছে ৫.৫৪%
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ ডিসেম্বর) : চতুর্থ মাসের মতো টানা পতনের ধারায় রয়েছে দেশের রপ্তানি খাত। নভেম্বর মাসেও রপ্তানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ১৫ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ৪১১ কোটি ৯৬ লাখ ডলার। তবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দশমিক ৬২ শতাংশ রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত নভেম্বরে রপ্তানি আয় কমলেও অক্টোবরের তুলনায় বেড়েছে ১ দশমিক ৭৭ শতাংশ। কারণ অক্টোবরে রপ্তানি আয় হয়েছিল ৩৮২ কোটি ৩৮ লাখ ডলার। পোশাক খাতই রপ্তানি আয়ের প্রধান ভরসা। ৮৫ শতাংশ রপ্তানি আয় আসে এই খাত থেকে। ইপিবির প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের নভেম্বরে এ খাত থেকে এসেছে ৩১৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার।
গত বছরের একই সময়ে তা এসেছিল ৩৩০ কোটি ৬১ লাখ ডলার। রপ্তানি কমেছে ৫ শতাংশ। তবে গত পাঁচ মাসে এই শিল্পে সামান্য দশমিক শূন্য ৯ শতাংশ রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ কোটি ডলার। যা গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬১১ ডলার।
নিটওয়্যার ও ওভেন উভয় পণ্যই রপ্তানি আয়ে এ প্রবৃদ্ধি হয়েছে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত সামগ্রী, হোম টেক্সটাইলস, ওষুধশিল্প, জাহাজ, চিংড়ি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যও রপ্তানি আয় বেড়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে-রপ্তানি গন্তব্যগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শীর্ষ অবস্থান ধরে রেখেছে। যেখানে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪ দশমিক ২০ শতাংশ এবং ৩ দশমিক ০৪ শতাংশ। উদীয়মান ও কৌশলগত বাজারগুলোর রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনে বেড়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ, পোল্যান্ড ১১ দশমিক ৫৭ শতাংশ, সৌদি আরবে ১১ দশমিক ৩৪ শতাংশ এবং স্পেনে ১০ দশমিক ৪৬ শতাংশ। যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের বিস্তৃত উপস্থিতি তুলে ধরে।
মনোয়ারুল হক/
