খালেদা জিয়াকে রাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৪ ডিসেম্বর) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ মধ্যরাতে বা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আজ মধ্যরাত অথবা আগামীকাল সকালে। তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪ জনের একটি দল। মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা আশাবাদী। তিনি আবারও ফেরত আসবেন সবার মাঝে। যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির একটি সূত্র নিশ্চিত করে যে, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। এর আগে গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন। তখন নিজেদের ইতিবাচক মনোভাব জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতার কথা জানায় দেশটি।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন, তখনও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে ৬ মে ফেরার সময়ও কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন।
এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে, মন্দিরে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্যবার জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে। কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি।
তিনি বলেন, দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
মনোয়ারুল হক/
