মতপার্থক্য দূর হবার আশা স্পিকারের

Shirin Sharmin Choudhury শিরিন শারমিন চৌধুরীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদের চলমান অধিবেশনেই প্রধান দুই রাজনৈতিক দলের ‘মতপার্থক্য’ দূর ‘হতে পারে’ বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, “সংসদের চলমান অধিবেশনেই দুই প্রধান রাজনৈতিক দল তাদের মতপার্থক্য সংবিধান অনুযায়ী আলোচনা করে সমাধান করতে পারেন।”

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার এ কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিরীন শারমিন বলেন, “সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে কোন আলোচনার সুযোগ রয়েছে। সেই আলোচনায় দুই দলই অংশ নিতে পারে।”

বিরোধী দলকে বর্তমান সংসদের এই শেষ অধিবেশনে যোগ দেয়ারও আহ্বান জানান তিনি।

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। সংসদের যোগ দেয়ার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দলটি।

এ অধিবেশনেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিল পাসের দাবি জানিয়ে এলেও সংসদে গিয়ে প্রস্তাব দেয়া বা আলোচনার বিষয়ে আগ্রহ দেখাননি বিএনপি নেতারা।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছে, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির আগের তিন মাসের মধ্যে বর্তমান সরকার থাকা অবস্থাতেই নির্বাচন হবে। এ বিষয়ে বিএনপির কিছু বলার থাকলে তারা সংসদে এসে বলতে পারে।

নির্বাচন সামনে রেখে দুই দলের এই মুখোমুখী অবস্থার মধ্যে বিভিন্ন মহল থেকে সংলাপের তাগিদ এলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

নির্বাচন নিয়ে রাজনৈতিক ‘সঙ্কট’ নিরসনের আলোচনার জন্য দুই রাজনৈতিক দলকে স্পিকার আলোচনার কোনো আহ্বান জানাবেন কিনা জানতে চাইলে শিরীন শারমিন চৌধুরী বলেন, “আমার আহ্বান সব সময় থাকবে। তারা চাইলে সংসদে যে কোনো আলোচনা করতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ