গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও আঞ্চলিক নেতারা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : গাজায় দীর্ঘদিনের রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে মিশরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ট্রাম্প এই চুক্তিতে উপস্থিত আঞ্চলিক ও বিশ্বনেতাদের সঙ্গে স্বাক্ষর করেন।

চুক্তিতে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং প্রায় ২০ দেশের বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন। চুক্তির বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “এটি টিকে থাকবে।”

বক্তব্যে ট্রাম্প অন্যান্য নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এ ধরনের সম্মেলন আয়োজন করা, মাত্র ২০ মিনিটের নোটিশে এমন একত্র হওয়া, একেবারে অনন্য এবং বিশেষ।”

ট্রাম্প মিশর ও কাতারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ দিয়ে ট্রাম্প উল্লেখ করেন, “তিনি আমাকে নীল নদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করেছেন।” কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির জন্য তিনি বলেন, “তিনি অসাধারণ হৃদয়ের মানুষ।”

ট্রাম্প বলেন, “বছরের পর বছর চলা রক্তক্ষয় এবং যন্ত্রণার পর গাজার যুদ্ধ শেষ হয়েছে। মানবিক সাহায্য প্রবাহিত হচ্ছে—শত শত ট্রাক খাবার, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে, যার অনেকটাই এই সম্মেলনে উপস্থিত দেশগুলোর অর্থায়নে।”

তিনি আরও জানান, “নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, বন্দিরা পরিবারের সঙ্গে মিলিত হচ্ছে। একটি নতুন সুন্দর দিন শুরু হচ্ছে এবং এখন পুনর্নির্মাণ শুরু হবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই চমৎকার অগ্রগতি সম্ভব করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের আমি হৃদয়ঙ্গমভাবে ধন্যবাদ জানাই।” সূত্র: আল জাজিরা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ