আইসিআরসির মাধ্যমে প্রথম দফায় ৭ জিম্মিকে হস্তান্তর করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৩ অক্টোবর) : আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মি ও বন্দীদের মুক্তি তদারকি করার জন্য ‘একটি বহু-পর্যায়ের প্রক্রিয়ার’ অংশ হিসেবে প্রথম ধাপ শুরু করেছে তারা।

তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে প্রথম দফায় সাতজন জিম্মিকে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যদিও আইসিআরসি বা ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে এই অপারেশনের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন, রেডক্রস গাজার প্রথম জিম্মি হস্তান্তরের স্থলে পৌঁছেছে।

আইসিআরসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে তারা জিম্মি বা বন্দি মুক্তির সময় কোনো ফুটেজ সরবরাহ করবে না।
এই জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে রেডক্রস। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বন্দী বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশ করে হামাস। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনো এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ