উপদেষ্টারা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা শারমিন
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৩ অক্টোবর) : ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে অভিযোগ করেন সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে বসিয়েছি, অথচ এই সরকার দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
সামান্তার মতে, শিক্ষকদের মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দিতে হবে। এটাও যদি ইন্টেরিম গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে, এটা স্পষ্ট যে শিক্ষাব্যবস্থা উন্নত করতে তাদের আন্তরিকতা কতটুকু!
এই সরকার দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে উল্লেখ করে সামান্তা বলেন, দেশের ছাত্র-শিক্ষকসহ নানা পেশার মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার এসেছে। কিন্তু খবর পেলাম, তারা ৩০০ কোটি টাকা দিয়ে কোনো কোনো মন্ত্রণালয়ের গাড়ি কিনছে। অথচ শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয়, সরকারের টাকা নেই।
শিক্ষা কমিশন গঠন না হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই নেত্রী। সামান্তা বলেন, আশা ছিল একটা শিক্ষা কমিশন গঠন করা হবে। দেশের শিক্ষাব্যবস্থা ঠিক করতে শিক্ষা কমিশন গঠন করা জরুরি ছিল।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এভাবে শিক্ষক পেটানো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না, সভ্য সরকার এটা করতে পারে না। অনতিবিলম্বে এই হীন কাজের জন্য তাদের ক্ষমা চাইতে হবে।
গ্রেপ্তার হওয়া শিক্ষকদের সূর্য ডোবার আগে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে হাসনাত বলেন, দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন। অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে, তারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করে রাষ্ট্রকে উপহার দেবেন। শিক্ষকরা সমাজের আদর্শ মানুষ। তাদের উদাহরণ হিসেবে দেখানো হয়। অথচ মাস শেষে তাদের বেতন দেওয়া হয় ১২ থেকে ১৫ হাজার টাকা।