তারেক রহমান ভোটার হননি, আবেদন করলে হতে পারবেন: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো ভোটার তালিকায় নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে আবেদন করলে তিনি ভোটার হতে পারবেন- এমনটি স্পষ্ট করে জানিয়েছেন সচিব।
সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের ভোটাধিকার, প্রবাসী ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনী সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ইসি সচিব।
তারেক রহমান ভোটার কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, ‘আমার জানা মতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে হতে পারবেন। আবেদন সাপেক্ষে যে কেউ হতে পারবেন, তারেক রহমানও পারেন।’
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরে যে কেউ ভোটার হতে পারবেন কিনা – এমন প্রশ্নের উত্তরে, ‘এখানে আলাদা করে কারও নাম বলার কিছু নেই। আইন অনুসারে আবেদন করলে নিয়মমতো ভোটার হওয়া সম্ভব’, মন্তব্য করেন তিনি।
সাতটি গুরুত্বপূর্ণ সংশোধন স্থগিত:
ভোটার তালিকা চূড়ান্ত করার অংশ হিসেবে কিছু এনআইডি সেবা আপাতত বন্ধ থাকবে বলে জানান সচিব। এসব সেবা তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত পুনরায় চালু হবে না। স্থগিত থাকা ৭টি সংশোধনী ক্ষেত্র হলো –
ভোটারের নাম
বাবার নাম
মায়ের নাম
পেশা
জন্মতারিখ
ভোটার ঠিকানা
ছবি
তবে নিচের ক্ষেত্রগুলোতে সংশোধন চালু থাকবে-
স্বামী/স্ত্রীর নাম
বৈবাহিক অবস্থা
শিক্ষাগত যোগ্যতা
ধর্ম (প্রযোজ্য ক্ষেত্রে)
টেলিফোন নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে)
ইসি সচিব জানান, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম চলমান আছে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর কাট-অফ ডেট বহাল রয়েছে।
৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করেছেন এবং নিবন্ধন করেছেন, শুধু তাদেরই নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। এই তারিখের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও তিনি এবারের তালিকায় যুক্ত হতে পারবেন না।
প্রবাসীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত:
প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (OCV) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে বলে জানান আখতার আহমেদ।
নতুন রাজনৈতিক দল নিবন্ধন:
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন–সংক্রান্ত তদন্ত রিপোর্ট পর্যায়ক্রমে কমিশনে পৌঁছাচ্ছে। সচিব বলেন, ‘যখনই যাচাই-বাছাই সম্পন্ন হবে, কমিশন আনুষ্ঠানিকভাবে জানাবে।’
ইসি সচিবের এই মন্তব্যে তারেক রহমানের ভোটার হওয়া ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গটি আবারও আলোচনায় এসেছে – যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
মনোয়ারুল হক/
