খালেদা জিয়ার অবস্থার কিছুটা অবনতি, প্রস্তুত আইসিইউ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১ ডিসেম্বর) : টানা পাঁচ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, ‘রবিবার (৩০ নভেম্বর) রাত থেকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউয়ের কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।’
মেডিকেল বোর্ডের ওই সদস্য আরও বলেন, ‘ম্যাডামের অবস্থা কিছুটা অবনতি হয়েছে। আইসিইউতে নেওয়া হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। এই আইসিইউ সাধারণ আইসিইউয়ের মতো নয়। এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে। তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি। ম্যাডামকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই দোয়া করবেন।’
এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তায়ালার কাছে আমরা সব সময়, গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তায়ালা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।’
সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মনোয়ারুল হক/
